মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ৭০ লাখ রুপি দিয়ে কথিত আলাদিনের প্রদীপ কিনে প্রতারণার শিকার হয়েছেন লায়েক খান নামের একজন চিকিৎসক। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে রবিবার (১ অক্টোবর) জানিয়েছে পুলিশ। প্রতারণার শিকার লায়েক খান বলেন, প্রতারকরা তার সামনে ওই প্রদীপ থেকে একটি দৈত্য হাজির করে।–খালিজ টাইমস
সংবাদমাধ্যম খালিজ টাইমস জানায়, লায়েক খান নামের ওই ব্যক্তিকে বলা হয়, ওই প্রদীপের জাদুর ক্ষমতা আছে এবং সেটিতে ঘষা দিয়ে দৈত্য বের হয়ে তার সৌভাগ্য ডেকে আনবে। তবে কেনার পরে এমনটি না ঘটলে পুলিশের দারস্থ হন তিনি। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা অমিত রায় বলেন, গ্রেফতার দুই প্রতারক ওই চিকিৎসকের কাছ থেকে আরও বেশি অর্থ দাবি করেন। তবে ওই ব্যক্তি ৭০ লাখ রুপির বেশি দিতে পারেননি। গ্রেফতার দুই ব্যক্তির একজনের স্ত্রীও এই প্রতারণার সঙ্গে যুক্ত আছেন। তবে তিনি এখন পলাতক। রবিবারে করা অভিযোগে লায়েক খান বলেন, প্রতারকরা তার সামনে ওই প্রদীপ থেকে একটি দৈত্য হাজির করে। তবে পরে তিনি বুঝতে পারেন যে, সেটি সাজানো নাটক ছিলো এবং গ্রেফতার দু’জনের কেউ ওই দৈত্য সেজে অভিনয় করে। তিনি আরও জানান, প্রথমে প্রতারকরা তাকে দৈত্য বা প্রদীপে স্পর্শ করতে দিচ্ছিলো না। এমন করলে তার ক্ষতি হতে পারে বলেও অজুহাত দেখাচ্ছিলো তারা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।