Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনকালে ট্র্রাম্প সময় কাটাবেন হোয়াইট হাউসে, বাইডেন পেনসেলভেনিয়ার স্কারটনে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ৪:৩৬ পিএম

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। শেষ মুহুর্ত পর্যন্ত ব্যাটেলগ্রাউন্ড স্টেটগুলোতে প্রচারণা চালিয়েছেন দুই প্রার্থী। নির্বাচনকালে ট্র্রাম্প সময় কাটাবেন হোয়াইট হাউসে, বাইডেন তার নিজ শহর পেনসেলভেনিয়ার স্কারটনে।-ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স
১৯৯২ সালে জর্জ এইড ডব্লিউ বুশের পর প্রত্যেক প্রেসিডেন্টই দুই মেয়াদে জয় পেয়ে এসেছেন। ট্রাম্প প্রেসিডেন্সি ধরে রাখতে চাইছেন। তবে করোনা ভাইরাস, জর্জ ফ্লয়েডের মৃত্যুকে ঘিরে বর্ণবাদী আন্দোলন এবারের মার্কিন নির্বাচনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। সর্বশেষ ন্যাশনাল পুলে ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাত পর্যন্ত চারটি রাজ্যে ৫টি র‌্যালি করার পর ৩ নভেম্বর, মঙ্গলবার রাত আড়াইটায় ওয়াশিংটনে ফেরেন ডোনাল্ড ট্রাম্প। সকালে ফক্স নিউজকে লাইভ সাক্ষাতকার দেবেন। এরপর ভার্জিনিয়ার আর্লিংটন কাউন্টিতে রিপাবলিকান ন্যাশনাল কমিটি ও প্রচারণা শিবিরের অফিস পরিদর্শন করবেন ট্রাম্প। বিকেলে হোয়াইট হাউসে প্রচারণা কর্মী, পরামর্শক, পরিবার অন্যান্যদের সঙ্গে সময় কাটাবেন। ঐতিহ্য ভেঙ্গে ইস্ট রুম থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন তিনি। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগো সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিল্ডিং থেকে পুনঃনির্বাচনের রাতে ভাষণ দিয়েছিলেন।

অপরপক্ষে জো বাইডেন নির্বাচনের দিন সময় কাটাবেন নিজের ছেলেবেলার শহর পেনসেলভেনিয়ার স্কারটনে, ডেমোক্রেটদের ঘাঁটি ফিলাডেলফিয়ায়ও এদিন কর্মসূচী রেখেছেন বাইডেন। তার স্ত্রী জিল বাইডেন এদিন ফ্লোরিডা ও নর্থ ক্যারোলিনা সফর করবেন। বাইডেনের রানিংমেট কমলা হ্যারিস প্রচারণা চালাবেন ডেট্রয়েটে। রাতে উইমিংটনের বাড়িতে নিজের পরিবার, পরামর্শক ও রানিংমেন্টের সঙ্গে মিলিত হবেন বাইডেন। শহরের চেজ সেন্টার থেকে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন তিনি। এখান থেকেই আগস্টে দলের মনোনায়ন গ্রহণ করেছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ