Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে ভোটগ্রহণ শুরু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ২:১৪ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিউ হ্যাম্পশায়ারে ভোটগ্রহণ শুরু হয়েছে।স্থানীয় সময় ৩ নভেম্বর, মঙ্গলবার মধ্যরাতেই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২০ এর ভোটগ্রহণ। যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলি নচ গ্রামের ১২জন বাসিন্দা সর্বপ্রথম মার্কিন নির্বাচনে ভোট দেন। কানাডার সীমান্তবর্তী এই অঞ্চলের বাসিন্দারা ১৯৬০ সাল থেকেই জাতীয় নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়ে আসছেন। -সিএনএন
পার্শ্ববর্তী গ্রাম মিসফিল্ডেও মধ্যরাতেই ভোটগ্রহণ শুরু হয়। ডিক্সভিলির ভোটারদের প্রথম পাঁচজনই ভোটকেন্দ্র থেকে বের হয়ে বলেছেন, তারা বাইডেন ও হ্যারিসকে ভোট দিয়েছেন। আজীবন রিপাবলিকান দলের জন্য ভোট দেয়া লেস ওটেন টুইট পোস্টে বলেন, অনেক ইস্যুতে বাইডেনের সঙ্গে একমত না হওয়া সত্ত্বেও এবার তাকে ভোট দিয়েছি। কারণ, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। তবে মিসফিল্ডের ১৬ ভোটার বলেছেন তারা ট্রাম্পকে ভোট দিয়েছেন, ৫জন ভোট দিয়েছেন বাইডেনকে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয় স্থানীয় সময় সকাল ৬/৭টায়। ইতোমধ্যেই প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় ১০ কোটি মার্কিনি আগাম ভোট দিয়েছেন। আগাম ভোটের এই হার ২০১৬ সালে মোট ভোটের ৬৫ শতাংশ।

সর্বশেষ দিনেও প্রচারণা চালিয়ে যাচ্ছেন রিপালিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। বাইডেন এদিন পেনসেলভেনিয়া ও ওহাইওতে প্রচারণা চালাচ্ছেন। ট্রাম্প র‌্যালি করছেন নর্থ ক্যারোলিনা, মিশিগান ও উইসকনসিনে। বাইডেনের হয়ে ব্যাটেলগ্রাউন্ড রাজ্যখ্যাত জর্জিয়া ও ফ্লোরিডায় প্রচারণা চালাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সর্বশেষ জরিপে দেখা গিয়েছে ট্রাম্পের চেয়ে বাইডেন ১০ ভাগ এগিয়ে রয়েছেন। বাইডেনের রেটিং ৫২ শতাংশ ও ট্রাম্পের ৪২ শতাংশ। ব্যাটেলগ্রাউন্ড স্টেট মিশিগান ও উইসকনসিনে ট্রাম্পের চেয়ে ৯ ভাগ এগিয়ে রয়েছেন বাইডেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ