Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যতিক্রমী প্রচারণা মিয়ানমারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

আগামী সপ্তাহে মিয়ানমারে জাতীয় নির্বাচন। করোনা মহামারির মধ্যেই হতে যাচ্ছে এই নির্বাচন। এক্ষেত্রে ভোটারদের কাছে ভিন্নভাবে উপস্থিত হয়েছেন একজন প্রার্থী হ্যান ও খিন। তিনি পিপলস পাইওনিয়ার পার্টির (পিপিপি) সদস্য। করোনায় যখন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে তখন সাধারণ ভোটারের কাছে তিনি ন্যায্যমূল্যে জিনিসপত্র বিক্রি করছেন। ডিম থেকে শুরু করে পিঁয়াজ, নুডলস সবই আছে তার কাছে। ট্রাক ভর্তি করে এসব পণ্য নিয়ে ছুটে বেড়াচ্ছেন নিজের নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায়। উদ্দেশ্য, ভোটাররা একটি স্বস্তিকর দামে পণ্য পাবেন। বিনিময়ে তাদের মন নরম হলে তাকে ভোট দেবেন। ৩৪ বছর বয়সী হ্যান ও খিনের বাড়ি থিঙ্গাঙ্গুন শহরে। করোনা ভাইরাস ওই এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি করেছে। হ্যান ও খিন একজন বিজ্ঞাপনী উদ্যোক্তা। তিনি বলেছেন, আমি পণ্য বিক্রি করছি কম দামে। এতে দুটি উপকার হচ্ছে। এক হলো মানুষ তার সামর্থের মধ্যে পণ্য কিনতে পারছে। অন্যদিকে তারা আমার প্রতি সন্তুষ্ট হলে আমাকে ভোট দেবে। এ যেন এক ঢিলে দুই পাখি মারা। হ্যান যে ট্রাকে করে পণ্য বিক্রি করেন তার পিছনে বড় করে একটি পোস্টার লাগানো। তাতে হ্যানের বেশ বড় একটি ছবি। ট্রাকের আশপাশে তার সমর্থকরা লিফলেট বিতরণ করেন। ব্যাঙ্কক পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মিয়ানমার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ