Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে আছেন বাইডেন

চার অঙ্গরাজ্যে বিপদের মুখে রিপাবলিকান নারী ভোটারদের সমর্থনেও পিছিয়ে ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ১১টি ইলেকটোরাল ভোটের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে ৬ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। রিপাবলিকান অঙ্গরাজ্য হিসেবে খ্যাত এই অঙ্গরাজ্যে এবার বাইডেন বিস্ময়করভাবে এগিয়ে রয়েছেন। এছাড়া জনমত জরিপে ‘সুইং স্টেট’ হিসেবে পরিচিত উইসকনসিনে ১১, ফ্লোরিডায় ৩ ও পেনসিলভেনিয়ায় ৬ পয়েন্টে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন। তবে নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প-বাইডেনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। এই রাজ্যে দুজনের জনসমর্থনের ব্যবধান আগের চেয়ে কমে এসেছে। নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিয়ানা কলেজ ও নিউ ইয়র্ক টাইমসে সম্ভাব্য ভোটারদের সমীক্ষা অনুযায়ী একটি নতুন জনমত জরিপ প্রকাশিত হয়। জরিপে ট্রাম্প ও বাইডেনের ব্যবধানের এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, উইসকনসিন, মিশিগান, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলাইনায় ২০১৬ সালের নির্বাচনে এই চার রাজ্যেই জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইলেকটোরাল কলেজের মোট ভোটসংখ্যা ৫৩৮। প্রেসিডেন্ট নির্বাচিত হতে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পেতে হয়। আসছে ৩ নভেম্বরের নির্বাচনে এই রাজ্যের যেকোনো একটিতে ট্রাম্প হেরে গেলে, তাঁর পক্ষে ২৭০টি ইলেকটোরাল কলেজের ভোট পাওয়া অনেক কঠিন হয়ে উঠবে। নতুন এই জনমত জরিপে দেখা গেছে, ১১টি ইলেকটোরাল ভোটের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে মাত্র ৬ পয়েন্টে এগিয়ে আছেন বাইডেন। রিপাবলিকান অঙ্গরাজ্য হিসেবে পরিচিত এই অঙ্গরাজ্যে এবার বাইডেন বিস্ময়করভাবে এগিয়ে রয়েছেন। উইসকনসিনে রয়েছে ১০টি ইলেকটোরাল ভোট। এই অঙ্গরাজ্যে এবার বাইডেন বেশ ভালো অবস্থানে রয়েছেন।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নারী ভোটারের গুরুত্ব অনেক। তবে বেশীরভাগ নির্বাচনি জরিপে নারী ভোটারদের সমর্থনেও পিছিয়ে আছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পরে গত চার বছরে বর্ণ বৈষম্য, নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন ইস্যুতে বিতর্ক যেন পিছু ছাড়েনি মি. ট্রাম্পের। এবারের নির্বাচনের মাত্র কয়েকদিন আগেও ওয়াশিংটনের রাস্তায় হাজারো নারীর গালমন্দ শুনতে হয়েছে তাকে। যদিও বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট হওয়ার রাস্তায় নারী ভোটারদের সমর্থন অনেক বেশি জরুরি। মার্কিন গণমাধ্যম সিএনএন-এর জরিপ বলছে, দেশটির নারী ভোটারের প্রায় ৫৭ শতাংশ ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনকে সমর্থন করে আর ৪১ শতাংশের সমর্থন রয়েছে ট্রাম্পের সাথে।

তবে বিগত নির্বাচনে নারী সমর্থন তার পক্ষেই বেশি ছিল। ২০২০ সালের সিএনএন জনমত জরিপে প্রেসিডেন্ট প্রার্থী সমর্থনকারী নারী ভোটার ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ৪১ শতাংশ, জো বাইডেনের পক্ষে ৫৭ শতাংশ। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলীয় উইসকনসিন এবং মিশিগান অঙ্গরাজ্যে সুবিধাজনক অবস্থানে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সিএনএন পরিচালিত এক জনমত জরিপের ফলাফল থেকে এই তথ্য জানা গেছে। তবে অ্যারিজোনা এবং নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে দু জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গেছে। সূত্র : সিএনএন/ নিউইয়র্ক টাইমস



 

Show all comments
  • Tamim Hosain ২ নভেম্বর, ২০২০, ২:০৯ এএম says : 0
    যেই জিতুক তাদের পররাষ্ট্রনীতি একই থাকবে হয় তো বাইডেন কিছুটা অভিবাসী বান্ধব হবে এই আর কি
    Total Reply(0) Reply
  • Mahbubali Rahman ২ নভেম্বর, ২০২০, ২:১০ এএম says : 0
    আমেরিকান রা এমনই নীতিবাক্য একই। ট্রাম্প বলেন আর বাইডেন বলেন একই সুতাই যেন বাঁধা। কেন না, মুসলিমের জন্য সুফল ভয়ে আনবেনা কেউই।
    Total Reply(0) Reply
  • Feroz Chowdhury ২ নভেম্বর, ২০২০, ২:১১ এএম says : 0
    আমেরিকার বর্তমান প্রসিডেন্টের একটি উল্লেখযোগ্য ভাল দিক হচ্ছে সরাসরি সামরিক হস্তক্ষেপ না করে ভিন্ন পন্থা অবলম্বন করে শান্তি প্রতিষ্ঠা করা।
    Total Reply(0) Reply
  • Mohammd Ismail ২ নভেম্বর, ২০২০, ২:১১ এএম says : 0
    পরিবর্তন হওয়াটা ভালো- ট্রাম্প বিদায় নেওয়া উচিত
    Total Reply(0) Reply
  • Farhadul Islam Farhadul Islam ২ নভেম্বর, ২০২০, ২:১১ এএম says : 0
    মন্দের ভালো বাইডেন
    Total Reply(0) Reply
  • পারভেজ ২ নভেম্বর, ২০২০, ৭:২১ এএম says : 0
    উপসাগরীয় যুদ্ধের সময়ে অনেকেই মনে করেছিলেন যে- জর্জ বুশ বিদায় নিয়ে ক্লিনটন ক্ষমতায় আসুক, কিন্তু শেষ পর্যন্ত কি হয়েছে? গুড়ে বালি।????????????
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্কিন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ