Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার এরদোগানের

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০২০, ১২:০২ এএম

তুরস্কের এজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের ইজমির শহরে কমপক্ষে অন্তত ২৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৮০৪ জন। শুক্রবার রাতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে। এদিকে, শক্তিশালী ভূমিকম্পের হানায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি এক টুইট বার্তায় এ মন্তব্য করেন। তিনি জানান, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এবং মন্ত্রীদের সঙ্গে ঐ অঞ্চলে প্রয়োজনীয় কাজ শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। ইজমির শহরের মেয়র জানিয়েছেন, ভূমিকম্পে তার শহরের অন্তত ২০টি বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। এদিকে একই ভূমিকম্পে কেঁপে উঠেছে গ্রিসের উত্তরাঞ্চল। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তুরস্কের স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৫১ মিনিটে ৬.৬ মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১৬.৫৪ কিলোমিটার গভীরে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস জানিয়েছে, তুরস্কের এজমির প্রদেশের পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে ১৭ কিলোমিটার দূরে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭। তবে তুরস্কের ডেইলি সাবাহ’র প্রতিবেদনে ভূমিকম্পের মাত্রা ৬.৬ বলা হয়েছে। অপর এক খবরে বলা হয়, তুরস্ক-গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। গ্রিসের সরকারি টেলিভিশন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের কারণে এজিয়ান সাগরের সামোস দ্বীপে ক্ষুদে-সুনামির সৃষ্টি হয়েছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইজমিরের বিভিন্ন রাস্তা প্লাবিত হয়েছে। এদিকে এখন পর্যন্ত শক্তিশালী ভ‚মিকম্পে ৪ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী। সেইসঙ্গে এতে আহত হয়েছে ১২০ জন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার বিকেলে তুরস্কের এজিয়ান সাগরের উপকূলীয় এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এসময় ইজমির শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে নিরাপদ স্থানের খোঁজে রাস্তায় নেমে আসে। শহরটির মেয়র সিএনএনকে জানান, অন্তত ২০ টি বিল্ডিং ভূমিকম্পে বিধ্বস্ত হয়ে গেছে। এছাড়া তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বরনোভা এবং বেরাক্লি অঞ্চলেও ভূমিকম্পের আঘাতে বিল্ডিং বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার অঙ্গীকার জানিয়েছেন। এনডিটিভি, সিএনএন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ