বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কাপ্তাই উপজেলার ০৪ নং কাপ্তাই ইউপি এলাকাধীন ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানের বনফুল রেস্টহাউজের সামনে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের পাশে বিরলাল চাকমা-৫৫ (পিতাঃ মৃত নলনী মোহন চাকমা, গ্রামঃ দেবাছড়া পাড়া, ডাক+থানাঃ সদর, জেলাঃ রাঙ্গামাটি) এর লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখান থেকে শুক্রবার (৩০অক্টোবর) সকালে লাশ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে পুলিশের টহলদল সকাল ৯টায় সময় উক্ত মৃত দেহের বাড়ীতে এসে লাশ উদ্ধার করে এবং পুলিশ উদ্ধারকৃত লাশটির সুরতহাল রিপোর্ট তৈরির পর আনুমানিক ১০৩০ ঘটিকার সময় থানা উদ্দেশ্যে নিয়ে যায়। ঘটনার বিবরণ সূত্রে প্রকাশ বর্ণিত ব্যক্তি পেশায় একজন বাঁশ দিয়ে চিংড়ি মাছ শিকার করার সরজ্ঞামাদি (চাই) তৈরী করে বিক্রয় করে। সে নিজ বাড়ি হতে সরজ্ঞামাদি বিক্রয়ের উদ্দেশ্যে কাপ্তাই নতুনবাজারের উদ্দেশ্যে গমন করছিল। সূত্রে প্রকাশ লাশ পর্যবেক্ষনে দেখা গেছে যে, লাশের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা যায়। ধারণা করা হয় বর্ধিত ব্যক্তি মাছ শিকারের সরজ্ঞামাদি বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বাড়ি হতে কাপ্তাই নতুনবাজার যাওয়ার সময় উক্ত স্থানে সড়ক দূর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করতে পারে। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন ঘটনা সত্যতা স্বীকার করে বলেন,কোন পরিবহন দূর্ঘটনায় উক্ত ব্যাক্তির মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।