Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

এবার বিজ্ঞান বিরোধী বাজি ধরে হেরে গেছেন ট্রাম্প!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৯:২০ পিএম

এবার বিজ্ঞান বিরোধী বাজি ধরে হেরে গেছেন ট্রাম্প অতিমহামারীর শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজ্ঞানকে অবহেলা করার রাজনৈতিক লক্ষ্য স্থির করেছিলেন। বুধবার তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনারের একটি টেপ ফাঁস হয়েছে। সেখানে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ভোটাররা বিজ্ঞানের বিপক্ষে জাননি। -সিএনএন, ফক্স, এবিসি, সিবিএিস

ট্রাম্প বারবার বলছেন, ভাইরাস চলে যাচ্ছে। কিন্তু জাতীয় তথ্য ও বৈজ্ঞানিক উপাত্ত বলছে এর সম্পূর্ন বিপরীত কথা। ফলে পতনের মখে পুঁজিবাজার। মার্কিন ভোটাররা ট্রাম্পের কথার চেয়ে তথ্য উপাত্তের উপর বেশি ভরসা রাখছেন। যে কোনও জরিপে এগিয়ে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এমনকি আগাম ভোটের ব্যাপারে ট্রাম্পের নিষেধাজ্ঞা শোনেননি বেশিরভাগ ভোটারই। বিশেষজ্ঞদের মতে আগাম ভোটারদের বেশিরভাগই বাইডেনের সমর্থক। ফাঁস হওয়া অডিওতেও প্রায় একইমত পোষণ করেছেন কুশনার। এপ্রিলে প্রকাশিত অডিওতে অবশ্য কুশনার বলেছিলেন, ‘ট্রাম্পই এখন নেতৃত্বে আছেন, চিকিৎসকরা নয়।’

মার্কিন নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে বাড়ছে আগাম ভোটের পরিমাণ। গত নির্বাচনে যে পরিমাণ ভোট পড়েছিলো এবার নির্বাচনের ৫ দিন আগেই তার অর্ধেকেরও বেশি ভোট পড়েছে। তবে নির্বাচনের দিন ট্রাম্পের সমর্থকরা ভোট দেবেন বলে অনেক বিশেষজ্ঞ মনে করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ