মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মহানবী (সা.)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁর পাশে দাঁড়িয়েছে ভারত। এমনকি তুরস্কের প্রেসিডেন্ট তায়েপ এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের প্রবল সমালোচনা করেছে দেশটি।
ভারতের বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে বলেছে, মাক্রোঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ ঠিক নয়। মাক্রোঁর বিরুদ্ধে যেভাবে ও যে ভাষায় ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে তা একেবারেই গ্রহণযোগ্য নয়। এভাবেই মাক্রোঁকে সমর্থনের পাশাপাশি নাম উল্লেখ না করে তুরস্ক ও পাকিস্তানের বিরোধিতা করেছে ভারত। কারণ, মাক্রোঁর প্রবল সমালোচনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এর্দোয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই দুই দেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়।
বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ''যেভাবে ও যে ভাষায় প্রেসিডেন্ট মাক্রোঁরবিরুদ্ধে আক্রমণ চালানো হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা করছি। এই আক্রমণ আন্তর্জাতিক আলোচনার সব নিয়ম লঙ্ঘন করছে।'' শুধু মাক্রোঁর সমর্থনই নয়, ফরাসি শিক্ষকের হত্যারও নিন্দা করেছে ভারত। বিবৃতিতে বলা হয়েছে, ''আমরা ফরাসি শিক্ষকের নৃশংস হত্যার নিন্দা করছি। এই হত্যা পুরো আন্তর্জাতিক দুনিয়াকে ধাক্কা দিয়েছে। তাঁর পরিবার ও ফ্রান্সের জনগণকে আমরা শোক জানাচ্ছি। কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে সমর্থন করা যায় না।''
এরপরই ভারতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত টুইট করে বলেছেন, ভারতের বিদেশ মন্ত্রককে ধন্যবাদ। ফ্রান্স ও ভারত সব সময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে আছে।
সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেছিলেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ তার এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান। তিনি মুসলিম বিশ্বকে ফরাসি পণ্য বর্জনের ডাকও দিয়েছেন। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ফরাসি রম্য ম্যাগাজিন শার্লি হেবদোতে এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে। সূত্র : এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।