Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেসি-দেম্বেলের গোলে জুভেন্টাসকে হারালো বার্সা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০২০, ৯:২৯ এএম

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে জায়ান্ট বার্সালোনা। হাইভোল্টেজ ম্যাচে আরেক জায়ান্ট ইতালির জুভেন্টাসকে হারিয়েছে মেসিরা।

জুভেন্টাসের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে রোনালদো বিহীন জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। বার্সার হয়ে গোল দুটি করেন মেসি ও দেম্বেলে।

জুভেন্টাসের বিপক্ষে বার্সালোনার একাদশে বেশ চমক রাখেন কোম্যান। ফাতি, বুসকেটসকে একাদশের বাইরে রাখেন। দেম্বেলে, পেড্রি শুরু থেকেই একাদশে থাকেন।

একাদশে থাকার যোগ্যতা প্রমান করেন দেম্বেলে। মাত্র ১৪ মিনিটেই মেসির পাস থেকে গোল করে বার্সাকে এগিয়ে দেন তিনি। এরপর একে একে তিনটি গোল বাতিল হয় জুভেন্টাসের। তবে শেষ মুহর্তে লিওনেল মেসির পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে বার্সা।

ম্যাচের ৯০ মিনিটে গিয়ে আনসু ফাতিকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। সেখান থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন মেসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ