Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ৪:১৫ পিএম

ভোলার দৌলতখানে অগ্নিকাণ্ডে একটি ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়সমূহ তিন ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার(২৮ অক্টোবর) ভোরে দৌলতখান পৌরসভার কলেজ রোড়ে জগলু মিয়ার মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তা নিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়সহ তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভবানীপুর ইউপির অস্থায়ী কার্যালয়ের ভিতর থেকে আগুন পাশর্^বর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু বলেন, আগুনে ইউনিয়ন পরিষদের অনেক মূল্যবান কাগজপত্রসহ অফিসের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তিনি আরো বলেন, ওই অফিসে রাজনৈতিক ও সামাজিক অনেক কার্যক্রম চলে। একটি চক্র তাঁর এমন ভালো কাজে ইর্ষান্বিত হয়ে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। ওই ষড়যন্ত্রের অংশ হিসেবে রাতের আধারে ওই কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । তিনি এ অগ্নিকান্ডের ঘটনায় দৌলতখান থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ১১১৬/২০২০। পৌর মেয়র জাকির হোসেন তালুকদার ও দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ বজলার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অগ্নিকাণ্ড

২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ