প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে ভেন্টিলেশনে রাখা হয় তাকে। এখনও তার সঙ্কট কাটেনি। তবে নতুন করে অবস্থার অবনতি হয়নি আর। রক্তে অণুচক্রিকার পরিমাণ আগের মতোই রয়েছে।
মঙ্গলবার তার আবারও শারীরিক পরীক্ষা করা হয়। এতে দেখা যায় শরীরের কিডনির সমস্যাও একই রয়েছে।
বেলভিউ হাসপাতালের সূত্রের বরাত জানা গেছে, দায়িত্বে থাকা মেডিকেল টিম সর্বদা নজর রাখছে তার পরিস্থিতির উপর। গত ২২ দিন ধরে প্রবীণ এ অভিনেতা ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে সোমবার তাকে ‘এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন’ তথা ভেন্টিলেশনে নেয়া হয়। পরীক্ষা করে দেখা যায় তার রক্তে ইউরিয়ার পরিমাণ অনেক বেশি। অণুচক্রিকা কম থাকার কারণে রক্তও দিতে হয়েছে তাকে। এক্স-রে রিপোর্টে নতুন সমস্যাও দেখা দিয়েছে। সেকেন্ডারি নিউমোনিয়া সংক্রমণ হয়েছে বলেও আশঙ্কা করছে চিকিৎসকরা।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হলে সৌমিত্রকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েকদিন পর পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট আসে। চিকিৎসায় ভালো সাড়াও দিতে থাকেন। কিন্তু এর ক’দিন পরই শারীরিক অবস্থা আবারও সঙ্কটজনক হয়ে পড়ে তার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।