Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে ব্যস্ত সামিনা চৌধুরী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পীরা করোনা পরিস্থিতি’র মধ্যেই স্বাভাবিক জীবনে অনেকটা যুদ্ধ করেই নতুন নতুন গান করা নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। কেউ কেউ আবার এই পরিস্থিতির মধ্যেই সীমিত আকারের স্টেজ শো’তে পারফর্ম করছেন স্বাস্থ্য বিধি মেনেই। বরেণ্য সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীও নতুন নতুন গান গাইছেন। এরইমধ্যে তিনি ‘সেই যে চলে গেলে’ শিরোনামের নতুন একটি গান গেয়েছেন। গানটি লিখেছেন জামাল হোসেন, সুর সঙ্গীত করেছেন কিশোর দাশ। গানটি প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘কিশোর চমৎকার সুর করে। তার মধ্যে অনেক চমৎকার সুর আছে। তার সেই সুরেরই গান এটি। গানের কথাও জামাল হোসেন চমৎকার লিখেছেন। আশা করছি, গানটি শ্রোতা-দর্শকের ভীষণ ভালো লাগবে।’ এ গান ছাড়াও সামিনা ‘কাটবে যেদিন জীবন থেকে কালো আঁধার’ শিরোনামে গানে কন্ঠ দিয়েছেন। এ গানটিও লিখেছেন জামাল হোসেন। গানটির সুর করেছেন অভি আকাশ এবং সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। দুটি গানই রঙ্গন মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। এদিকে সরকারী অনুদানের সিনেমা ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় একটি রবীন্দ্র সঙ্গীত গাইবার কথা রয়েছে সামিনা চৌধুরীর। তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় বলে জানান সামিনা চৌধুরী। সম্প্রতি ‘ওয়ার্ল্ড মিউজিক’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সামিনা চৌধুরীর গাওয়া ‘আজও যাদের বাবা আছে’ গানটি। গানটি লিখেছেন লিটন অধিকারী রিন্টু ও সুর করেছেন ইজাজ খান স্বপন। আলাউদ্দিন আলীর সুর সঙ্গীতে সিনেমাতে সামিনা চৌধুরী প্রথম প্লে-ব্যাক করেন আমজাদ হোসেনের ‘জন্ম থেকে জ¦লছি’ সিনেমায়। এই সিনেমায় সামিনা চৌধুরীর কন্ঠে ‘জন্ম থেকে জ¦লছি মাগো’,‘ একবার যদি কেউ ভালোবাসতো’ গান দুটি জনপ্রিয়তা পেয়েছিলো। গান দু’টির সুর সঙ্গীত করেছিলেন আলাউদ্দিন আলী। ২০০৬ সালে সামিয়া জামান পরিচালিত ‘রাণী কুঠির বাকী ইতিহাস’ সিনেমায় প্লে-ব্যাক করে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন সামিনা চৌধুরী। সামিনা চৌধুরী জানান, শিগগিরই তিনি একটি ইউটিউব চ্যানেলেও চালু করতে যাচ্ছেন যাতে তার গান, রান্না বান্না’সহ চিন্তা ভাবনাও প্রকাশ পাবে ধারাবাহিকভাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ