Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তির আগেই বিশ্বসুন্দরী’র গান দুই কোটি ভিউ পার করেছে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

‘রাতের সব তারা আছে দিনের গভীরে/ বুকের মাঝে মন যেখানে, রাখব তোকে সেখানে/ তুই কি আমার হবি রে’-মুক্তি প্রতীক্ষিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রের এই গানটি সম্প্রতি ২ কোটির ক্লাবে প্রবেশ করেছে। চলচ্চিত্রের সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি দর্শকরা দেখেছেন ২ কোটি ২ লাখ বারেরও বেশি। এছাড়াও পরিবেশক জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি দেখা হয়েছে ৮৭ লাখ বার। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৯০ লক্ষবার দেখা এই গানটি খুব শিগগীরই ৩ কোটির ক্লাবে প্রবেশ করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। গত ৫ ডিসেম্বর অনলাইনে অবমুক্ত হওয়া এ গানটি প্রকাশের প্রায় ১০ মাস পর এই মাইলফলক অর্জন করেছে। কবির বকুল-এর লেখা, ইমরান মাহমুদুলের সুর ও সংগীতে এ গানটি জনপ্রিয় জুটি ইমরান-কনা’র গাওয়া। পরীমনি ও সিয়াম আহমেদ অভিনীত এই গানটির নৃত্য পরিচালনায় ছিলেন সুমন রহমান, চিত্রগ্রহণে খায়ের খন্দকার, সম্পাদনায় ইকবাল কবীর জুয়েল। পাঁচ দিনে ধারণ করা এ গানের চিত্রধারণ হয়েছে বান্দরবানের নীলগিরি থেকে শুরু করে কক্সবাজার, ঢাকাসহ দেশের বিভিন্ন মনোরম জায়গায়। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পেতে পারে আসছে বিজয় দিবসে। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের নির্বাহী প্রযোজক অজয় কুমার কুন্ডু। এ ছবিতে পরীমনি-সিয়াম ছাড়াও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, খালেদ হোসেন সুজন, সীমান্তসহ আরো অনেকে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ