Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ইসরাইলবিরোধী বিক্ষোভ বাহরাইন-সুদানে

ইসরাইলের জন্মলগ্ন থেকেই বেশিরভাগ আরব রাষ্ট্র একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে আসছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

বাহরাইনের রাজধানী মানামায় ইসরাইল বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ব্যানার নিয়ে এসব বিক্ষোভে যোগ দেন দেশটির নাগরিকরা। এ সময় তারা ইসরাইলের সঙ্গে বাহরাইনের সম্পর্ক স্থাপনের বিরুদ্ধে আওয়াজ তোলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের নিন্দা জানানো হয়। কারও হাতে ছিল মুখোশ পরা মুক্তিকামী এক সশস্ত্র ফিলিস্তিনির ছবি। ইসরাইলের জন্মলগ্ন থেকেই বেশিরভাগ আরব রাষ্ট্র এটিকে একটি দখলদার শক্তি হিসেবে বিবেচনা করে আসছে। ফলে স্বভাবতই এতোদিন ধরে ইসরাইলকে বয়কট করে আসছিল তারা। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তির বিরোধীতা করলে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের বিরুদ্ধে ‘আইনি ব্যবস্থা’ নেওয়া হবে। তবে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেই শুক্রবার জুমার নামাজের পর রাজপথে নেমে পড়ে মানুষ। বিক্ষোভকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল, ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ রাষ্ট্রদ্রোহিতা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছে আত্মসমর্পণকে আমরা প্রত্যাখ্যান করছি, ইসরাইল এক ক্যান্সার; এর ম‚লোৎপাটন করতে হবে; আমরা সেটাই করবো। ইসরাইলের সঙ্গে স্বাভাবিকীকরণ লজ্জাজনক; এটি বিশ্বাসঘাতকতা, আমরা কখনও আত্মসমর্পণ করবো না ইত্যাদি সেøাগানে রাজপথ প্রকম্পিত করে তোলে আন্দোলনকারীরা। অপরদিকে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সুদান সরকার সিদ্ধান্ত নেয়ার পর দেশটিতে ক্ষুব্ধ জনগণের ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই খবর সামনে আসার পর বিক্ষোভ-সমাবেশে ফেটে পড়েছে দেশটির সাধারণ জনগণ। রাজধানী খার্তুমে সমাবেশ করেন এবং সুদানের সার্বভৌম পরিষদের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহকে ইসরাইলের সঙ্গে ক‚টনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি প্রত্যাখ্যানের আহŸান জানান বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীরা ইসরাইলের সঙ্গে যেকোনো রকমের আলোচনা, শান্তি ও সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে নানা সেøাগান দেন। তারা বলেন,আমরা আত্মসমর্পণ করব না এবং ফিলিস্তিনিদের ছেড়ে যাব না। আমরা তাদের পাশেই আছি। সমাবেশে বিক্ষোভকারীরা ইসরাইলের পতাকায় আগুন দেন। সুদানের কয়েকটি রাজনৈতিক দলও ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগকে প্রত্যাখ্যান করেছে। তারা জোর দিয়ে বলেছে, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরুদ্ধে তারা একটি জোট গঠন করবে। সুদানি বাথ পার্টির মুখপাত্র মুহাম্মাদ ওয়াদা সাঈদ বলেন, জোট গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তারা কঠোরভাবে ইসরাইলের সঙ্গে সুদানের সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যান করছেন। মিডল ইস্ট মনিটর, সিএনএন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিক্ষোভ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ