প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গায়ক শন মেন্ডিস জানিয়েছেন তার সব গানই তিনি তার সহশিল্পী ও প্রেমিকা কামিলা কাবেয়োর জন্য লিখেছেন। মেন্ডিস তার নতুন প্রামাণ্য চলচ্চিত্র ‘ইন ওয়ান্ডার’-এর ট্রেইলারে কাবেয়োর সঙ্গে তার সম্পর্কের কথা বলেছেন। “রেডিওতে বা যে কোনও জায়গায় আমার যে গান প্রচারিত হয় তার সবই তোমাকে নিয়ে লেখা, তার সবই তোমার কথা বলে,” মেন্ডিস বলেন। তিনি বলেন, “সে বলে, ‘তার মানে কী?’ আমার উত্তর, ‘তার সবই তোমার কথা, আমার লেখা প্রতিটি গান’।” কাবেয়ো আর মেন্ডিস ২০১৫’র ‘আই নো হোয়াট ইউ ডিড লাস্ট সামার’ এবং ২০১৮’র ‘সিনোরিতা’ গানে কণ্ঠ দিয়েছেন। ২০১৯-এর জুলাই থেকে তারা ডেট শুরু করেন। উপরোল্লেখিত প্রামাণ্য চিত্রটি মেন্ডিসের সা¤প্রতিক ওয়ার্ল্ড ট্যুর নিয়ে নির্মিত। ১০৪ পারফর্মেন্সের এই ট্যুর খুব কঠিন ছিল বলে তিনি জানান, নিজেকে কখনও কখনও সুপারম্যান মনে হয়েছে বলে তিনি জানান। “এটি কোনও বিখ্যাত মিউজিসিয়ানকে নিয়ে নয় বরং একজন মানুষের বেড় ওঠা নিয়ে, “ তিনি বলেন। ‘ইন ওয়ান্ডার’ মেন্ডিসের একান্ত জীবন আর গানের প্রাণ।য বিবরণ। ২৩ নভেম্বর নেটফ্লিক্সে এটি দেখান হবে। এর পরই তার চতুর্থ অ্যালবাম ‘ওয়ান্ডার’ ৪ ডিসেম্বর মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।