গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
ওষুধ কিনতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে যাত্রাবাড়ীর দনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নালের ছেলে মহিদুজ্জামান লিয়ন জানান, তারা দুনিয়া মাজারগলি এলাকায় থাকেন। তাদের বাড়ি কুমিল্লা জেলায়। তার বাবা সন্ধ্যার দিকে ওষুধ কেনার জন্য বাসা থেকে বের হন।
পরে জানতে পারেন দনিয়া কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানাতে পারেননি লিয়ন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।