Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৯৬ দিন পর ফিরলেন ৩ নভোচারী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

মহাকাশ, নভোচারী
দীর্ঘ ছয় মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটিয়ে পৃথিবীতে সুস্থভাবে ফিরে এসেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তিন নভোচারী। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ৫৪ মিনিটে কাজাখস্তানের দক্ষিণ-প‚র্বাঞ্চলীয় ঝেজকাজগান শহরে অবতরণ করেন তারা। নাসার এই তিন নভোচারী হলেন-ক্রিস ক্যাসিডি, রোসকসমস’ অ্যানাটলি আইভানিশিন ও আইভান ভ্যাগনার। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গত ৯ এপ্রিল মহাকাশযান সয়ুজ এমএস-১৬ তে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দেন এই তিন মহাকাশচারী। সেখানে ১৯৬ দিন কাটিয়ে আজ বৃহস্পতিবার পৃথিবীতে ফিরে আসেন তারা। এপি বলছে, তিন নভোচারীর সঙ্গে মিলিত হওয়ার আগে প‚র্ব সতর্কতার অংশ হিসেবে কোভিড টেস্ট করানো হয় উদ্ধার টিমের সদস্যদের। তবে করোনার কারণে মাস্ক পরিহিত উদ্ধারের টিমের সদস্যদের দেখে মহাকাশচারীরা একটু স্ফীত হেসে দেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে। নাসা জানিয়েছে, এই তিন মহাকাশচারী সুস্থ আছেন। এপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নভোচারী

১৮ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ