Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পরীক্ষামূলক ‘নভোচারী মহড়া’ চালাল আমাজন কর্তার ব্লু অরিজিন সংস্থা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০২১, ১২:০২ এএম

বেসরকারি উদ্যোগে মহাকাশ অভিযানের রাস্তা ধীরে ধীরে আরও প্রশস্ত হচ্ছে।এবার আমাজন কর্তা জেফ বেজোসের সংস্থা ‘ব্লু অরিজিন’ নভোচারী মহড়া চালালো। পুনঃব্যবহারযোগ্য সাবর্বিটাল রকেট নিউ শেপার্ডের ১৫ তম আনক্রুড পরীক্ষামূলক উড়ানের সময় একটি “নভোচারী মহড়া” পরিচালনা হয়।বুধবার পশ্চিম টেক্সাসের লঞ্চ সাইট ওয়ান থেকে এই মিশনটি সম্পন্ন করা হয়। এই মিশনটি নভোচারীদের মহাকাশে যাওয়ার আগে একটি যাচাইকরণের পদক্ষেপ হিসাবে চিহ্নিত করেছে ব্লু অরিজিন। এই প্রথম, মহাকাশচারীরা যাত্রা শুরু করার আগে ক্যাপসুলটিতে প্রবেশ করল।এই মহাকাশচারী ক্যাপসুলের মধ্য থেকেই নানা পরীক্ষা চালিয়েছেন।ক্যাপসুল কমিউনিকেটর চেক সহ, ক্যাপসুলে প্রবেশ এবং প্রস্থান করার পদ্ধতি এবং ক্যাপসুলের মধ্যে থেকে লঞ্চের পূর্বের প্রস্তুতি ইত্যাদি। ব্লু অরিজিন তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও ভাগ করে জানিয়েছে যে, আজকের মহড়ার অংশ হিসাবে আমাদের নভোচারীরা লঞ্চের পূর্বে যেমন অভিজ্ঞতা অর্জন করে ঠিক একই অভিজ্ঞতা অর্জন করেছে মহড়ার মধ্যে দিয়ে। নতুন শেপার্ড ক্যাপসুল এবং এর রকেট উভয়ই লঞ্চের প্রায় ১০ মিনিটের মধ্যে সফলভাবে অবতরণ করেছিল। ওয়াশিংটন পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ