Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

সউদীর দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হলেন আমাল ইয়াহহিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২০, ৪:৩৪ পিএম

প্রিন্সেস রিমা বিনতে বন্দরের পরে সউদী আরবের দ্বিতীয় নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেলেন আমাল ইয়াহহিয়া আল-মোয়াল্লিমি। তাকে নরওয়েতে সউদী দূতাবাসের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব নিউজ।

এর আগে সউদীর প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রিন্সেস রিমা বিনতে বন্দর। তাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে গত বছর নিয়োগ দেয়া হয়েছিল। মঙ্গলবার অনলাইনে শপথ গ্রহণ করেন আল-মোয়াল্লিমি। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উপস্থিতিতে তাকে শপথ পড়ান বাদশাহ সালমান।

তিনি পাঁচ বছর শিক্ষকতা করেছেন এবং এক বছর শিক্ষা প্রশিক্ষণ বিভাগে কাজ করেছেন। এছাড়াও ২০১৯ সাল থেকে সউদী মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সহযোগিতা ও সংস্থার মহাব্যবস্থাপকের দায়িত্ব পালন করছিলেন আমাল ইয়াহিয়া।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী আরব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ