Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পনে এক কোটি ছাড়ালো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ২:০৪ পিএম

এশিয়ার দেশগুলোতে যখন করোনাভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসছে তখনও ভারতে বাড়ছে। প্রতিদিনই নতুন নতুন মৃত্যু এবং সংক্রমণ বাড়ছে।

এদিকে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫৪ হাজার ৪৪ জন। এ নিয়ে সেখানে সরকারি হিসাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ লাখ ৫০ হাজার। এর মধ্য দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র।

সেখানে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৮২ লাখ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সেখানে করোনায় মারা গেছেন কমপক্ষে ৭১৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৯১৪।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ