নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে জুভেন্টাস। কিয়েভে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের বিপক্ষে জয় তুলে নিয়েছেন আন্দ্রেয়া পিরলোর দল।
মঙ্গলবার ‘জি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জয় পায় জুভেন্টাস। ইতালিয়ান ক্লাবটির হয়ে জোড়া গোল করেন আলভারো মোরাতা।
করোনা পজিটিভ ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই এদিন মাঠে নামতে হয়েছিল জুভেন্টাসের। প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়টা তাদের খুব সহজে যে এসেছে তা নয়। ম্যাচের ৪৬ ও ৮৪ মিনিটে গোল করে দলকে জয় উপহার দিয়েছেন মোরাতা।
একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছাড়া খেলতে নামা জুভেন্তাস প্রথমার্ধে বেশ ভুগেছে। সমতায় শেষ হয় দুই দলের প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে অবশ্য ঘুরে দাঁড়ায় তুরিনের দল। সুবাদে এসেছে প্রত্যাশিত জয়।
সবশেষ ৯ বার ইতালিয়ান লিগ চ্যাম্পিয়ন জুভেন্তাস। তবে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ১৯৯৬ সালের পর থেকে অধরা তাদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।