Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জীবিকা হারিয়ে অনেক শিল্পী ও মিউজিশিয়ান পেশাবদল করছেন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

স্টেজ শো বন্ধ থাকায় সঙ্গীতাঙ্গণের অনেক শিল্পী ও মিউজিশিয়ান চরম বিপাকে পড়েছেন। বেকার হয়ে পড়ায় তাদের জীবন ও জীবিকা বন্ধ হয়ে গেছে। ফলে অনেকে জীবিকার তাগিদে সঙ্গীত ছেড়ে অন্য পেশায় যুক্ত হচ্ছেন। করোনার পর কিছু কিছু শিল্পী কাজে ফিরলেও নতুন গান প্রকাশের সংখ্যা খুবই কম। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও গান প্রকাশ করার সাহস পাচ্ছেন না। তারা বলছেন, করোনার আগেই গানের অবস্থা ভালো ছিল না। করোনা আরও খারাপ করে দিয়েছে। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যম থেকে আয় কমে গেছে। এদিকে স্টেজ শো বন্ধ থাকায় শিল্পী-মিউজিশিয়ানদের অনেকে বেকার হয়ে অন্যপেশায় চলে যাচ্ছেন। তাদের আয়ের বড় উৎস ছিল স্টেজ শো। এই শো বন্ধ থাকায় অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছেন। সেখানে গিয়ে ব্যবসা কিংবা অন্য পেশায় মনোযোগী হয়েছেন। অনেকে ঢাকায় থেকে মানবেতর জীবনযাপন করছেন। করোনাকালে সরকারের তরফ থেকে কয়েক ধাপে শিল্পী-মিউজিশিয়ানদের আর্থিক সহযোগিতা করা হলেও তা ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। অন্যদিকে ঢাকার বাইরের শিল্পী-মিউজিশিয়ানদের অবস্থা আরো খারাপ। ছোট ছোট সংগীত সংগঠন কিংবা গোষ্ঠীর কার্যক্রম বন্ধ হয়ে গেছে। সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, যারা শুধুমাত্র স্টেজ শোর ওপর নির্ভরশীল, তাদের আয় বলতে তেমন কিছু নেই। যারা কম পারিশ্রমিকে গান করতেন বা বাজাতেন তাদের অবস্থা আরো খারাপ। এরইমধ্যে জেনেছি, অনেক মিউজিশিয়ান ঢাকা ছেড়েছেন। অন্য পেশা বেছে নিচ্ছেন। এটা খুবই দুঃখজনক ঘটনা। করোনা আমাদের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে। এখান থেকে সহসাই বের হবার পথ দেখছি না। স্টেজ শো কবে শুরু হবে তার কোনো ঠিক নেই। শুরু হলেও করোনার মধ্যে লোক সমাগম ঝুঁকিপূর্ণ। সংগীতশিল্পী শাহনাজ বেলী বলেন, আমি নিজেও স্টেজে বছরজুড়ে ব্যস্ত থাকি। গত সাত মাস ধরেই বসে আছি। অত্যন্ত কঠিন একটা সময় আমরা পার করছি। জমানো টাকা খরচ করে চলতে হচ্ছে। তবে যাদের স্টেজের পারিশ্রমিক কম কিংবা যারা মিউজিশিয়ান তাদের জমানো টাকাও তেমন নেই। তাদের টিকে থাকা আরো কষ্টকর হয়ে যাচ্ছে। কবে আবার স্টেজ শো হবে, তার নিশ্চয়তা নেই। ফলে অনেক শিল্পী-মিউজিশিয়ান ঢাকায় টিকতে না পেরে গ্রামে চলে গেছেন। পেশাবদল করেছেন। এতে সঙ্গীতের অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে।

 

 



 

Show all comments
  • Yousuf Sohag ২১ অক্টোবর, ২০২০, ৩:০২ এএম says : 0
    একদম সঠিক তথ্য
    Total Reply(0) Reply
  • আশিক ২১ অক্টোবর, ২০২০, ৩:০২ এএম says : 0
    ধন্যবাদ এই বিষয়গুলো তুলে ধরার জন্য
    Total Reply(0) Reply
  • রিপন ২১ অক্টোবর, ২০২০, ৩:০৩ এএম says : 0
    শো নেই, রেকর্ডি নেই, প্লেব্যাক নেই, ...... সর্বপরি গানই নেই । শিল্পী ও মিউজিশিয়ান পেশাবদল করবে না তো কি করবে ?
    Total Reply(0) Reply
  • এনায়েতুল্লাহ ২১ অক্টোবর, ২০২০, ৩:০৪ এএম says : 0
    স্বাভাবিক হতে কয়েক বছর লেগে যাবে।
    Total Reply(0) Reply
  • নুরজাহান ২১ অক্টোবর, ২০২০, ৩:০৪ এএম says : 0
    অনেক শিল্পী-মিউজিশিয়ান ঢাকায় টিকতে না পেরে গ্রামে চলে গেছেন। পেশাবদল করেছেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ