Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আব্দুল আলীমের গান নিয়ে হাবিব মোস্তফা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা লোকগানের কিংবদন্তী কণ্ঠশিল্পী আব্দুল আলীমের গাওয়া একটি গান গেয়েছেন। গানের শিরোনাম ‘দুয়ারে আইসাছে পালকি’। গানটির গীতিকার ও সুরকার আব্দুল লতিফ। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। গানটি সম্পর্কে হাবিবমোস্তফা বলেন, শ্রদ্ধেয় আব্দুল আলীম বাংলা লোকোগানের মুকুটবিহীন স¤্রাট। তাঁর গান গাওয়ার চেষ্টা একপ্রকার দু:সাহসের মত। আমার কাছে তিনি ‘লৌকিক বাংলার অলৌকিক শিল্পী’। তাঁর গাওয়া অসংখ্য কালজয়ী গানের মধ্য থেকে ‘দুয়ারে আইসাছে পালকী’ শিরোনামের এই মরমি গানটি গভীর আধ্যাত্মিক চেতনার, যা প্রত্যেক মানুষের মনে ভীষণভাবে মৃত্যুভাবনা স্মরণ করিয়ে দেয়। গানটির কথা ও সুরের অন্তর্নিহত ভাবের প্রতি সতর্ক দৃষ্টি রেখে নতুন সঙ্গীতায়োজনে গানটি গেয়েছি। এ প্রজন্মের শ্রোতাদের কাছে আব্দুল আলীমের নাম জাগ্রত রাখাই আমার উদ্দেশ্য।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ