Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্মেনিয়ার দাবি ভিত্তিহীন : পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

চলমান আর্মেনিয়া-আজারবাইজান সঙ্কটে নাক গলানোর অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। আজারবাইজানি সেনাদের সঙ্গে মিলে পাকিস্তানী সেনারা লড়াই করছে বলে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী অভিযোগ করার পর ইসলামাবাদ ওই জবাব দেয়। শনিবার পাকিস্তান পররাষ্ট্র দফতর থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, আর্মেনিয়ার এরকম ‘দায়িত্বহীন’ প্রপাগান্ড দু:খজনক। তবে পাকিস্তান ভ্রাতৃপ্রতীম আজারি ভাইদের সমর্থন প্রদান অব্যাহত রাখবে। নাগোর্নো-কারাবাখের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার জানায় যে তাদের সেনাবাহিনীর আরো ২৯ সদস্য নিহত হয়েছে। ২৭ সেপ্টেম্বর আজারি বাহিনীর সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর এই নিয়ে ৬৩৩ জন আর্মেনিয়ান সেনা নিহত হলো। ১৯৯০’র দশকের পর এই সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ। আরাব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ