মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর কারণে আমেরিকায় আরো অন্তত ৮০ লাখ মানুষ মারাত্মক দারিদ্র্যের কবলে পড়েছে। গত মে মাসে আমেরিকায় বসবাসরত গরিব মানুষের সংখ্যা ছিল শতকরা ১৪.৩ ভাগ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬.৭ ভাগে। নিউইয়র্ক ইউনিভার্সিটির সেন্টার ফর পোভার্টি অ্যান্ড সোশ্যাল পলিসিজ এই তথ্য জানিয়েছে। এই হিসাব মতে- গত মে মাসে আমেরিকায় দরিদ্র মানুষের সংখ্যা ছিল চার কোটি ৭০ লাখ, সেপ্টেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে পাঁচ কোটিতে। ফলে আমেরিকায় গত ৫ মাসে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে ৮০ লাখ। গবেষকরা বলছেন, মার্কিন সরকার দরিদ্র পরিবারগুলোর জন্য ১২০০ ডলার করে যে প্রণোদনা দিয়েছিল তার কারণে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দারিদ্র বৃদ্ধির হার কম ছিল। কিন্তু পরবর্তীতে দারিদ্র বৃদ্ধির হার ঠেকিয়ে রাখা যায় নি। পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।