Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মোদি সরকারের কড়া সমালোচনা সোনিয়া গান্ধীর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৪:১৮ পিএম

কোভিড পরিস্থিতি, কৃষি আইন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা এবং ভারতের অর্থনীতি নিয়ে মোদি সরকারের কড়া সমালোচনা করেছেন ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গতকাল রোববার (১৮ অক্টোবর) সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বিভিন্ন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতাদের নিয়ে বৈঠকে বসেন তিনি।

কৃষি আইনের সমালোচনা করে সোনিয়া গান্ধী বলেন, ‘সবুজ বিপ্লবকে চাপা দেওয়ার জন্য গভীর ষড়যন্ত্র হচ্ছে। কৃষকদের বৃহৎ কর্পোরেটের কাছে বন্ধক দেওয়ার ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার।’

তিনি আরও বলেন, ছোট ও মাঝারি কৃষক, ক্ষেতমজুরদের দুর্দিন ডেকে আনা হচ্ছে এই কৃষি আইনের মধ্য দিয়ে। সার্বিকভাবে প্রান্তিক মানুষের জীবন-জীবিকা সংকটের মুখে পড়ে গিয়েছে।

করোনাভাইরাস নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন সোনিয়া। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন ২১ দিনে করোনা পরিস্থিতির উন্নতি হবে। তা হয়নি। অর্থনীতি তলানিতে ঠেকেছে। করোনা পরিস্থিতির জেরে ১৪ কোটি মানুষ কর্মহীন।’’
দেশজুড়ে দলিত-আদিবাসীদের ওপর আক্রমণ নিয়েও মোদি সরকারের সমালোচনা করেন সোনিয়া। হাথরাসের ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, মোদি সরকারের আমলে দলিতদের ওপর আক্রমণ মাত্রা ছাড়িয়ে গেছে। কখনও ধর্মীয় সাম্প্রদায়িকতা কখনও জাতপাতের বিভাজন এই চলছে দেশে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে জঙ্গলের রাজত্ব কায়েম হয়েছে।

কৃষি আইনের জন্য লক্ষ-লক্ষ কৃষকের জীবন বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ সোনিয়ার। এব্যাপারে কেন্দ্রের বিরুদ্ধে রাজ্যে-রাজ্যে জোরদার আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন সোনিয়া গান্ধী। রবিবারের বৈঠকে বিভিন্ন রাজ্যে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের আগামী দিনের আন্দোলনের রণকৌশল বুঝিয়ে দিয়েছেন দলনেত্রী। সূত্র: দ্য ওয়াল



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ