Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা

আশুলিয়ায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

সাভারের আশুলিয়ার ভাদাইল এলাকায় দুই বান্ধবী ধর্ষণের ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে শাহাদাৎ হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহাদৎ হোসেন বিভিন্ন সময় মূলধারার বিভিন্ন গণমাধ্যমের পরিচয় দিয়ে অসহায় ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৩০ আগস্ট চাচার সঙ্গে বেড়াতে গিয়ে প্রিন্স সারুফ গ্যাংয়ের হাতে ধর্ষণের শিকার হয় দুই বান্ধবী।
পরে বিষয়টি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ধামাচাপা দেয়া চেষ্টা করে শাহাদাৎ। এর কিছুদিন পর ৬ অক্টোবর ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফাঁস হয়। পরে ৭ অক্টোবর পুলিশ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের প্রধান প্রিন্স সারুফসহ তিনজনকে আটক করে। এ ঘটনায় গণধর্ষণের শিকার এক নারীর বোন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।
রোববার সেই মামলায় শাহাদাৎকে গ্রেফতার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ফজলুল হক বলেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় শাহাদাৎ হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ