Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোছল করতে নেমে নিখোঁজ, লাশ মিললো ২ কিলোমিটার দূরে

মৌলভীবাজার জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ২:৪২ পিএম

মৌলভীবাজার মনুনদীতে গোছল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘন্টা পর দূর্লভপুর খেয়াঘাট এলাকা থেকে সুধাংশু শেখর সোম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা।
নিহতের পরিবার ও ফায়ার সাভিস এন্ড সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় মনুনদীতে গোসল করতে নামেন শেখর। এর পর থেকে তাকে খুঁজে না পাওয়ায় মৌলভীবাজার ও সিলেটের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কর্মীরার উদ্ধার কাজে নামেন। পরে রোববার ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনা স্থলের প্রায় ২ কিলোমিটার নদীর ভাটি এলাকা দূর্লভপুর খেয়াঘাট থেকে লাশ উদ্ধার করা হয়। সুধাংশু শেখরের বাড়ি সিলেটের শিববাড়ি এলাকায়। ৩ দিন আগে শহরের সৈয়ারপুরে তালতো ভাই শংকর দাশের বাসায় বেড়াতে আসেন। মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার জালাল আহমদ জানান লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ