নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইতালির দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টার মিলানের মধ্যকার হাইলভোর্টেজ ডার্বিতে গতরাতে জয় পেয়েছে এসি মিলান। ইব্রাহিমোবিচের জোড়া গোলের কল্যানে মিলান ডার্বিতে ২-১ গোলের জয় পায় এসি মিলান।
ম্যাচের তিনটি গোলই আসে প্রথমার্ধেই। ১১ মিনিটের সময় পেনাল্টি পায় এসি মিলান। পেনাল্টি নেন ইব্রাহিমোবিচ। তবে তার নেয়া পেনাল্টি আটকে দেন ইন্টার মিলান গোলকিপার। পেনাল্টি আটকাতে পারলেও বল নিয়ন্ত্রনে নিতে পারেননি। ফিরতি বলে গোল করেন ইব্রাহিমোবিচ।
এই গোলের রেশ না কাটতেই তিন মিনিটের মধ্যেই দ্বিতীয় গোলটিও পেয়ে যায় ইব্রাহিমোবিচ। সতীর্থ লিয়াওর পাস থেকে কেবল পা ছুইয়ে গোলটি করেন সুইডিশ তারকা।
ইব্রাহিমোবিচের জোড়া গোলের পর হুঁশ ফেরে ইন্টারের। ম্যাচের ২৯ মিনিটে একটি গোলও পরিশোধ করেন ইন্টার মিলান তারকা লুকাকু।
ম্যাচের বাকিটা সময়ে দুই দলই বেশকিছু আক্রমন করে। কিন্তু কোন আক্রমনই পূর্ণতা না পেলে ২-১ গোলের জয়ে মাঠ ছাড়ে এসি মিলান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।