Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাতিহ পরিদর্শনে এরদোগান : কৃষ্ণসাগরে আরো গ্যাসের সন্ধান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২০, ৮:৫২ এএম

গত আগস্টে কৃষ্ণ সাগরে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাস মজুদের সংবাদ দিয়ে অনুসন্ধানী জাহাজ ফাতিহ তুরস্ককে "দারুণ আনন্দ" দিয়েছিল, এখন এটি আরো সুসংবাদ নিয়ে এসেছে। তুরস্ক কৃষ্ণ সাগরে আরো ৮৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শনিবার অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান।

তিনি বলেন, এর ফলে তুরস্কের মোট গ্যাসের মজুদ টুনা-১ জোনে ৪০৫ বিলিয়ন ঘন মিটারে পৌঁছালো। কৃষ্ণ সাগরে হাইড্রোকার্বনের যে মজুদ আমরা আবিষ্কার করেছি তাতে এটি অন্যতম প্রধান মজুদে পরিণত হয়েছে।

এরদোগানের এই ঘোষণার আগে গত আগস্টে কৃষ্ণ সাগরেই দেশটির সর্ববৃহৎ গ্যাসের মজুদের সন্ধান পেয়েছিল।


এই গ্রীষ্মে অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ তুরস্কের উত্তর উপকূল থেকে ১৭০ কিলোমিটার দূরে টুনা-১ এলাকার সাকারিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে যেখানে তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় গ্যাসের মজুদের সন্ধান মিলে। আরো বেশ কিছু গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা কথা জানিয়েছে দেশটি।

বলা হয়েছে এসব গ্যাসক্ষেত্র থেকে ২০২৩ সাল নাগাদ তুরস্ক নিজেই গ্যাস উত্তোলন শুরু করবে। সূত্র : ইয়েনি শাফাক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ