Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডকে আমিই প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি: কঙ্গনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০২০, ১:১২ পিএম

সম্প্রতি 'থালাইভি' সিনেমার শুটিং শেষ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। নায়িকার আগামী সিনেমা 'ধাকড়' এবং 'তেজস'। আর তাই এরই মধ্যে সিনেমা দু'টির জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন কুইন। একটি সিনেমাতে একজন বৈমানিক, অন্যটিতে গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে তাকে। এবার অ্যাকশন নির্ভর ছবি দুটির জন্য জমিয়ে অনুশীলন করতে দেখা গেল এই চিত্রতারকাকে।

শুক্রবার (১৬ অক্টোবর) সোশ্যাল হ্যান্ডেলে নিজের শরীরচর্চা ও অ্যাকশন অনুশীলনের একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা রানাউত। সেখানে তিনি লিখেছেন, 'আমি আমার আগামী অ্যাকশন সিনেমাগুলোর জন্য অ্যাকশন প্রশিক্ষণ শুরু করেছি। তেজাস এবং ধাকড়-এ আমি যথাক্রমে একজন বৈমানিক ও গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছি।'

ওই পোস্টে 'মনিকর্ণিকা' খ্যাত অভিনেত্রী আরও লেখেন, 'বলিউডের থালি আমায় অনেককিছু দিয়েছে ঠিকই, তবে মণিকর্ণিকার সাফল্যের পর আমি বলিউডকে প্রথম বৈধ অ্যাকশন নায়িকা দিয়েছি।''

তবে 'বলিউডের থালি' শব্দের ব্যবহার করে কঙ্গনা যে জয়া বচ্চনকে একহাত নিয়েছেন বলে মনে করছেন অনেকেই। কেননা এর আগে লোকসভায় মাদকবিতর্কে জয়া বলেছিলেন, 'ইন্ডাস্ট্রিতে কিছু মানুষ আছেন যারা যে থালায় খান, সেই থালাই ফুটো করছেন বলে মন্তব্য করেছিলেন।'

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্গনা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ