প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
মহামারি এই করোনা পরিস্থিতিতে আইপিএলে আসর বসেছে দুবাইয়ে। ক্রিকেটের টানে খেলার জগতের তারকাদের পাশাপাশি সেখানে উপস্থিত হয়েছেন গ্ল্যামার দুনিয়ার সুপারস্টাররাও।
দেখা যাচ্ছে, কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকলেই গ্যালারিতে হাজির শাহরুখ খান। আর রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে হাজির হচ্ছেন বিরাট পত্নী আনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা থাকার পরও স্বামীর সবক’টা ইনিংসেই সাক্ষী হচ্ছেন তিনি। আর তিন বাঙালিকে এবার এক সাথে দেখা গেল প্রবাসে। তারা হলেন সৌরভ গাঙ্গুলি, দেব ও রুক্মিণী মৈত্র।
ইনস্টাগ্রামে তিনজনের ছবি শেয়ার করেছেন নায়ক দেব। আইপিএলের ব্যস্ততার মাঝেই ওই দুই জনের সাথে দেখা করতে গিয়েছিলেন সৌরভ। সেখানে তিন তারকা মধ্যাহ্নভোজও সারেন। আড্ডাও হয় সেই পরিসরে।
দেব ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন, দাদার সাথে দেখা করতে সবসময় ভালো লাগে। একদমই পরিবারের সদস্যের মতো। প্রবাসেও যেন বাড়ির মতো অনুভূতি।
একটি ছবিতে দেবকে রুক্মিণীর সাথে রোমান্টিক মুডেও দেখা গিয়েছে। যা স্পষ্ট এটাই বলছে, দুবাইয়ে বেশ ভালো সময় কাটছে টলিউডের এই ‘হট অ্যান্ড হ্যাপেনিং কাপল’র। দু’জনেই দেশে ফিরে কাজে যোগ দেবেন। দু’জনের হাতেই রয়েছে কাজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।