মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাইজেরিয়ায় পুলিশের নৃশংসতার বিরুদ্ধে এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গণবিক্ষোভের মধ্যে দেশটির সেনাবাহিনী পদক্ষেপ নেওয়ার হুমকি দেওয়ার পর বিক্ষোভকারীরা সংসদ অভিমুখে গণমিছিল শুরু করেছে। কয়েক শত বিক্ষোভকারী বৃহস্পতিবার নাইজেরিয়ার সংসদের সামনে অবস্থান গ্রহণ করে।
সেনাবাহিনী জানিয়েছে, রাজধানী আবুজায় গণসমাবেশের উপর নিষেধাজ্ঞা অমান্য করে এই বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। সরকার বলছে, করোনাভাইরাসের বিস্তার রোধ করতে বৃহস্পতিবার সকালে ঐ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। স্লোগান দেওয়া জনতাকে বাণিজ্যিক কেন্দ্র লাগোসে রাস্তা অবরোধ করে পতাকা ও ব্যানার উড়াতে দেখা যায়। পরে অজ্ঞাত অস্ত্রধারীদের সঙ্গে সংঘর্ষ বাধে বিক্ষোভকারীদের। সামাজিক মাধ্যমে ভিডিওতে দেখা যায় যে কিছু লোক বাস থেকে নেমে বিক্ষোভকারীদের তাড়া করছে, তবে রয়টার্স এই ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি। সূত্র : ভয়েস অব আমেরিকা
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।