মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
শ্রীলঙ্কায় হেজাজ হিজবুল্লাহ নামে এক প্রখ্যাত মানবাধিকার আইনজীবীকে মাস বন্দীশিবিরে রাখার খবর পাওয়া গেছে। এপ্রিলে তাকে সন্ত্রাবাদের অভিযোগে আটক করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। এ ঘটনায় মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজ উদ্বেগ প্রকাশ করেছে। এতে শান্তিপূর্ণ ভিন্ন মত প্রকাশে বাধা এবং আইনী পরামর্শ দেয়া ব্যাহত হচ্ছে বলে মনে করেন তারা। -আল জাজিরা
শ্রীলঙ্কা কর্তৃপক্ষ বলছে, ২০১৯ সালের বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ২০০৯ সালে গৃহযুদ্ধ অবসানের পর এটাই সব চেয়ে বড় হামলা। হিউম্যান রাইটস ওয়াচের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলী বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে পুলিশ যথাযথ প্রমাণ হাজির করতে পারেনি। জাতিসংঘের আহ্বান সত্ত্বেও তার আটকাদেশে সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। দেশটির প্রেসিডেন্টের মুখপাত্রও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।