পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১০টি পদে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সমন্বয় পরিষদের প্রার্থীরা। আর সিনিয়র সহ-সভাপতিসহ নয়টিতে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত ঐক্য পরিষদের প্রার্থীরা। সভাপতি নির্বাচিত হয়েছেন সমন্বয় পরিষদের আবু মোহাম্মদ হাশেম। সাধারণ সম্পাদক পদে জয় লাভ করেছেন সমন্বয়ের এএইচএম জিয়াউদ্দিন। তিনি এবারসহ টানা তিনবার এ পদে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন এ ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়। প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, পাঁচ হাজার ২০০ ভোটারের মধ্যে চার হাজার ১৯৩ জন ভোট দিয়েছেন।
সভাপতি, সাধারণ সম্পাদক পদ ছাড়া বাকী পদগুলোতে যারা জয় লাভ করেছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি ঐক্য পরিষদের মো. শফিক উল্লাহ। সহ-সভাপতি মো. আজিজুদ্দিন হায়দার। সহ-সাধারণ সম্পাদক ঐক্যের এরশাদুর রহমান রিটু। অর্থ সম্পাদক সমন্বয়ের সালাউদ্দিন মনসুর রিমু। পাঠাগার সম্পাদক সমন্বয়ের মো. জাহিদুল ইসলাম চৌধুরী। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ঐক্যের লাইলা নুর। তথ্য ও প্রযুক্তি সম্পাদক সমন্বয়ের মো. মেজবাহ উদ্দিন দুয়েল। সদস্য পদে যারা জয় লাভ করেছেন তারা হলেন, সমন্বয়ের এএনএম রুকনুজ্জামান মুন্না, শ্যামল চৌধুরী, সেলিনা আকতার ও মো. খোরশেদ কামাল, ঐক্যের মো. আব্দুল্লাহ আল মামুন, আইনুল কামাল, বিলকিছ আরা মিতু, মিনহাজ উদ্দিন, মো. তোহিদুল বারি চৌধুরী ও তৌহিদুল ইসলাম। ২০২১ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক, সহ-সভাপতিসহ ১৪টি পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করে। অন্যদিকে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি মিলে বিএনপির সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ পাঁচটি পদে জয়লাভ করেছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।