Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিকলীতে গৃহ বধূকে ধর্ষণের চেষ্টায় প্রতিপক্ষের হামলায় মহিলা সহ আহত ৫

নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৭:২২ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে নয়ন মিয়ার নির্দেশে হোসাইন সহ ৬-৭ জন দেশীয় অস্র সজ্জিত হয়ে গত সোমবার দিবাগত রাত ৮ টার দিকে সাজু বেগমের রান্নাঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানি ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সাজু আক্তারের লোকজন হারিছ মিয়া, নবী হোসেন, আব্দুল সহ কয়েকজন প্রতিবাদ করতে গিয়ে মহিলা সহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন হারিছ মিয়া (৫০), সাজু আক্তার (৩৫), নবী হোসেন (২২), আনোয়ারা বেগম (৪০) ও হোসাইন মিয়া (২২)। এদের মধ্যে সাজু আক্তার, হারিছ মিয়া ও হোসাইন মিয়াকে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানাগেছে নয়ন মিয়ার নির্দেশে হোসাইন মিয়া সহ ৬-৭ জন লোক সাজু আক্তারের রান্নাঘরে প্রবেশ করে সাজু আক্তারকে ধর্ষনের চেষ্টা করে হোসাইন মিয়া। এই ঘটনা কেন্দ্র করে সংঘর্ষের ঘটেছে বলে এলাকাবাসীর অভিযোগ।এই ব্যাপারে সাজু আক্তার বাদী হয়ে হোসাইন, নয়ন মিয়া সহ অজ্ঞাত কয়েক জনের নামে নিকলী থানায় গতকাল বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেন। নিকলী থানার ওসি শামছুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্ষণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ