Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানিষ্কের সম্প্রীতির বিজ্ঞাপন বাস্তবায়ন করলেন তারকা দম্পতি!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৩:৪৫ পিএম

সম্প্রতি ভারতের এক বিখ্যাত গয়না সংস্থা তানিষ্ক হিন্দু-মুসলিম সম্প্রীতির বার্তা দিয়ে একটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল। কিন্তু সেই বিজ্ঞাপনের প্রতিবাদে ভারতজুড়ে তাণ্ডব শুরু করেছিল বিজেপি’র সমর্থকরা। হিন্দুত্ববাদীদের রোষের শিকার হয়ে সেই বিজ্ঞাপন তুলে নিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। তবে এবার ভারতেরই এক তারকা দম্পতি তানিষ্কের সেই বিজ্ঞাপনের বাস্তবায়ন করে দেখালেন।

অভিনেত্রী-পরিচালক রাসিকা আগাসে বিয়ে করেছিলেন অভিনেতা মহম্মদ জিশান আইয়ুবকে। সম্প্রতি তিনি সন্তানসম্ভবা হয়েছেন। বুধবার তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে, আইয়ুবের পাশে বসে রয়েছেন রাসিকা। চলছে হিন্দু রীতিতে তার সাধভক্ষণের অনুষ্ঠান। মুসলিম ধর্মাবলম্বী জিশানের পরিবারই হিন্দু ধর্মাবলম্বী পুত্রবধূর জন্য এমন আয়োজন করেছেন। ঠিক যেন তানিষ্কের সেই বিজ্ঞাপনের প্রকৃত বাস্তবায়ন। দুই পরিবারের লোকজনই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাসিকা। সঙ্গে লেখেন, ভাবলাম সাধভক্ষণের ছবি শেয়ার করি। আর লাভ জিহাদ নিয়ে চিৎকারের আগে স্পেশ্যাল ম্যারেজ অ্যাক্ট সম্পর্কে একটু জেনে নিন।’ পাশাপাশি তিনি জানান, জিশানের পরিবার এই অনুষ্ঠান আয়োজন করায় তিনি খুবই খুশি হয়েছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ