বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় রুনু আক্তার (৩৬) নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপ করে শরীর ঝলসে দেয়ার অপরাধে দুলাল হাওলাদার (৪১) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদÐ দেয়া হয়েছে। গত মঙ্গলবার বিকেলে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল ১ এর বিচারক জেলা দায়রা ও জজ মো. শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন। মামলার অপর আসামি হাসিনা বেগম (৪৬) নামে এক নারীকে খালাস দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন দুলাল। তিনি কাঁঠালিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামের মৃত তানছুর হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার পূর্ব ছিটকি গ্রামের লাল মিয়ার সঙ্গে ২০১৩ সালে প্রতিবেশী রব্বে আলীর মেয়ে রুনু আক্তারের বিয়ে বিচ্ছেদ হয়। পরে লাল মিয়া হাসিনা বেগমকে ২য় বিয়ে করেন। বিয়ে বিচ্ছেদ হওয়ার পরেও রুনুর দুই বছর বয়সী মেয়ের খোঁজ খবর রাখতেন তার বাবা লাল মিয়া। মাঝেমধ্যে তার মেয়েকে আদর করে বিস্কুট কিনে দিতেন তিনি। এতে লাল মিয়ার ২য় স্ত্রী হাসিনা বেগম ক্ষিপ্ত হন। হাসিনা বেগমের প্ররোচনায় তার পরিচিত দুলাল হাওলাদার রুনুর শরীরে এসিড নিক্ষেপের ষড়যন্ত্র করেন। ২০১৪ সালের ৩ মার্চ দিনগত রাত ১টার দিকে পূর্ব ছিটকি এলাকায় বাবার বাড়ি থেকে রুনু প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে বের হন। এ সময় দুলাল গামলাভর্তি এসিড রুনুর শরীরে নিক্ষেপ করেন। এতে তার বুক, পেট, কোমর, হাত ও পা ঝলসে যায়। এ ঘটনায় পরের দিন রুনুর মা রেহানা বেগম বাদী হয়ে দুলাল ও হাসিনাসহ চার জনকে আসামি করে কাঁঠালিয়া থানায় এসিড সন্ত্রাস আইনে একটি মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।