Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে এইচএসসি পরীক্ষার্থীকে এসিড নিক্ষেপ

নাটোর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১০:৫৬ পিএম

নাটোরে রোববার সন্ধ্যায় সানজিদা আক্তার বীনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখ এসিডে ঝলসে দিয়েছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় দিনাকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাতেই ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এসিড দ্বগ্ধ এইচএসসি পরীক্ষার্থী বীনা সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে চলতি বছর রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। রোববার সন্ধ্যায় সদরের ডাঙ্গাপাড়া বাজার সংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে। এসিড নিক্ষেপকারীদের মধ্যে একজন মুহিন পাশ্ববর্তী দত্তপড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মুহিনের সহযোগিদের পরিচয় এখনো জানা যায়নি। তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ স‚ত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার জন্য নাটোরের বাড়ি থেকে প্রস্ততি নিচ্ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ পরীক্ষার্থী বীনা। তাকে প্রায়শই বিরক্ত করত স্থানীয় বখাটে মুহিন ও তার সহযোগিরা। রোববার সন্ধ্যার পূর্ব মুহুর্তে বীনা বাড়ির অদ‚রে প্রাইভেট পড়ে ফেরার সময় বখাটে মুহিন তার দুই সহযোগি নিয়ে মোটরসাইকেল নিয়ে দিনার পথরোধ করে। এসময় দিনা দাঁড়ানো মাত্রই বোতলে থাকা এসিড দিয়ে তার মুখ ঝলসে দেয় মুহিন। দিনা চিৎকার করলে ঘটনাস্থল থেকে তিনজন দ্রæত পালিয়ে যায়। এসময় স্থানীয়রা দিনাকে উদ্ধার করে এবং তার বাড়ির লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন দিনাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ এসিড নিক্ষেপকারীদের ধরতে অভিযান শুরু করেছে। তবে পরিবারের সদস্যরা ভিকটিমকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এসিড নিক্ষেপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ