মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৭০ শতাংশ ইহুদি মার্কিন নাগরিকের সমর্থন পাচ্ছেন বাইডেন এমন একটি তথ্য ওঠে এসেছে পিউ রিসার্চ জরিপে।শ্বেতাঙ্গ মার্কিনীদের কাছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো জনপ্রিয় প্রার্থী থাকলেও গত আগস্ট থেকে তার সমর্থন কমছে বলে পিউ রিসার্চ সেন্টারের এক নতুন জরিপ বলছে। কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান্ট, হিস্পানিক ক্যাথলিক, ইহুদি ও ধর্মীয়ভাবে নিষ্ক্রীয় ভোটারদের সমর্থন বেড়েছে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের। -জেরুজালেম পোস্ট
ইলেক্টোরাল ভোটের ক্ষেত্রে শ্বেতাঙ্গ খ্রিস্টানদের ভোট খুবই গুরুত্বপূর্ণ। কারণ, রেজিস্টার্ড ভোটের ৪৪ শতাংশ তাদের দখলে। ৭ শতাংশ রেজিস্টার্ড ভোট রয়েছে কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান্টদের, ৫ শতাংশ হিস্পনিক, ২ শতাংশ ইহুদি ও ২৮ শতাংশ ভোট রয়েছে ধর্মীয়ভাবে নিষ্ক্রীয়দের কাছে। তবে শে^তাঙ্গ ক্যাথলিকদের সমর্থনে ট্রাম্প বাইডেনের চেয়ে এখনো এগিয়ে। অন্তত ৮ শতাংশ সমর্থন বেশি রয়েছে এধরনের ভোটারদের ট্রাম্পের পক্ষে। আজকেই যদি নির্বাচন হয় তাহলে ৫২ শতাংশ শে^তাঙ্গ ক্যাথলিক ভোট যাবে ট্রাম্পের ভোট বাক্সে। বাইডেনের পক্ষে এধরনের ভোটারের সমর্থন রয়েছে ৪৪ শতাংশ। আগস্টের জরিপে ট্রাম্প বাইডেনের চেয়ে এমন ভোটে ১৯ পয়েন্ট বরং এগিয়ে ছিলেন। আগস্টে ৮৩ শতাংশ শ্বেতাঙ্গ খ্রিস্টানদের সমর্থন থাকলেও ট্রাম্পের এ সমর্থন নেমেছে ৭৮ শতাংশে। কিন্তু আগস্টে ট্রাম্পের পক্ষে যে ৫৯ শতাংশ শ্বেতাঙ্গ প্রোটেস্টানদের সমর্থন ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে ৫৩ শতাংশে।
কিন্তু উভয় জরিপে দেখা যাচ্ছে বাইডেনের সমর্থন হ্রাস পায়নি। বরং বেড়েছে। ৯০ শতাংশ কৃষ্ণাঙ্গ প্রোটেস্টান, ৭০ শতাংশ ইহুদি ও ৬৭ শতাংশ হিস্পানিক ক্যাথলিক বাইডেনকে সমর্থন করছেন। ৮৩ শতাংশ নাস্তিক ও ৬২ শতাংশ ধর্মকে গুরুত্ব দেন না এমন ভোটারের সমর্থন বেড়েছে বাইডেনের পক্ষে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।