Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ মাস পর বন্দিদশা থেকে মুক্তি পেলেন মেহবুবা মুফতি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১১:৫৩ এএম

জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি মুক্তি পেয়েছেন। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার রাতে মেহবুবা মুফতি মুক্তি পান। আটক হওয়ার প্রায় ১৪ মাস পর মুক্তি পেলেন তিনি। স্থানীয় সময় রাত সোয়া নয়টার দিকে জম্মু ও কাশ্মীরের মুখ্য সচিব রোহিত কানসাল টুইট করেন, ‘মেহবুবা মুফতি মুক্তি পেলেন।’

গত বছর জম্মু ও কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন কেড়ে নেয়ার পর যেসব শীর্ষ নেতাদের গৃহবন্দি করা হয়েছিল, মেহবুবা তাদের একজন ছিলেন। ৬১ বছর বয়সী মেহবুবাকে ভারতের জননিরাপত্তা আইনে গ্রেপ্তার করা হয়েছিল।

মঙ্গলবার ইলতিজা টুইটারে লিখেন, আমার মা অবৈধ বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন, এই কঠিন সময়ে যারা আমাদের সমর্থন করেছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ।

গভীর রাতে টুইটারে পোস্ট দেওয়া এক অডিও বার্তায় মেহবুবা মুফতি বলেন, ‘এক বছরের বেশ সময় পর আজ আমি মুক্তি পেলাম।’ ৫ আগস্টকে ‘কালো দিবস’ হিসেবে অভিহিত করেন মেহবুবা। জম্মু-কাশ্মীরের হারানো অধিকার ফিরিয়ে আনতে হবে বলে উল্লেখ করেন তিনি।
গত বছরের ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে দেশটির কেন্দ্রীয় সরকার। এ পদক্ষেপের মধ্য দিয়ে জম্মু ও কাশ্মীর বিশেষ সাংবিধানিক মর্যাদা হারায়। জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়। জম্মু ও কাশ্মীর ভেঙে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত করা হয়।
এ ঘটনার পরপরই জম্মু-কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চালানো হয়। পিডিপি নেত্রী মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লা, তাঁর ছেলে ওমর আবদুল্লা, পিপলস কনফারেন্সের সাজ্জাদ লোনসহ অনেক রাজনীতিবিদ আটক বা গ্রেপ্তার হন। সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও ওমর আবদুল্লা গত মার্চ মাসে মুক্তি পান। মেহবুবা মুফতিকে আটকে রাখার বিষয়টি চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে জানান তাঁর মেয়ে ইলতিজা মুফতি।

গত ২৯ সেপ্টেম্বর ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার ও জম্মু-কাশ্মীর প্রশাসনের কাছে জানতে চান, মেহবুবা মুফতিকে আর কত দিন আটকে রাখা হবে? উত্তর জানতে দুই সপ্তাহ সময় দেন আদালত। সেই সময় পার হওয়ার আগেই মেহবুবা মুফতিকে মুক্তি দেওয়া হলো।
মেহবুবা মুফতির মুক্তির পর তাঁর মেয়ে ইলতিজা টুইট করেছেন। তিনি বলেছেন, তাঁর মায়ের অবৈধ আটকাদেশের অবশেষ অবসান হলো। এই কঠিন সময়ে যাঁরা তাঁকে সমর্থন জুগিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান তিনি।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও টুইট করেছেন। তিনি বলেছেন, মেহবুবার মুক্তির খবর শুনে তিনি খুশি। তাঁকে আটকে রাখার বিষয়টি ছিল হাস্যকর। তাঁকে আটকে রাখার বিষয়টি ছিল গণতন্ত্রের মৌলিক মূল্যবোধের বিরোধী। মেহবুবার মুক্তিকে স্বাগত জানান তিনি। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ