Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হায়দরাবাদে প্রবল বৃষ্টিতে ২ মাসের শিশুসহ ৯ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১০:৩৬ এএম

ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দরাবাদে গতকাল মঙ্গলবার (১৩ অক্টোবর) ভারি বৃষ্টিতে দেওয়াল ভেঙে দুই শিশুসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অনেকে ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত তিনদিন ধরেই প্রবল বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায়। গত ৪৮ ঘণ্টায় তেলেঙ্গানায় বৃষ্টির কারণে ১২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের বিভিন্ন জায়গায় নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে বৃষ্টির তোড়ে ভেঙে পড়ে একটি বিরাট দেওয়াল। ১০টি বাড়ির উপর ভেঙে পড়ে দেওয়ালটি। এই ঘটনায় প্রাণ যায় অন্তত ৯ জনের। বাড়িগুলির উপর দেওয়াল ভেঙে পড়ায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান অনেকে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে। প্রবল বৃষ্টির মধ্যেই চলছে উদ্ধারকাজ।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে অতি ভারী বৃষ্টি চলছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও ওডিশায়। অন্ধ্রপ্রদেশের একশোরও বেশি এলাকায় ১১ থেকে ২৪ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। সূত্র : আনন্দবাজার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ