Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভাটারায় তাবলীগ জামাতের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ৯:১৪ এএম

মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা থানা এলাকায় তাবলীগ জামাতের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, তাবলীগ জামাতের মাওলানা সা’দ ও জুবায়ের গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় আশপাশের এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) এলিন খান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ভাটারার একটি মসজিদ মাদরাসা দখল নিয়ে গত আড়াই মাস আগে সা’’দ গ্রুপের অতর্কিত হামলায় মাদরাসার প্রায় ১৫ জন শিক্ষক ছাত্র আহত হয়েছিল। ঐ সময়ে ভাটারা থানার ওসির নির্দেশে মসজিদ মাদরাসা দু’মাস তালাবদ্ধ ছিল। মসজিদে আজান ও নামাজ হয়নি। সম্প্রতি এলাকাবাসির বিক্ষোভে মসজিদ খুলে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংঘর্ষ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ