Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদাবাজির প্রতিবাদ কোম্পানীগঞ্জে অটোরিকশা চালকদের বিক্ষোভ

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০১ এএম

কোম্পানীগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভায় ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পরে ওসি মো. আরিফুর রহমান চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অটোরিকশা চালকরা তাদের কর্মসূচি স্থগিত করে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক মীরের কাছে সমিতির ৯ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
অটোরিকশা চালকদের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশা মালিক শ্রমিক সমবায় সমিতির নামে সীমাহীন চাঁদাবাজি করে আসছে। বসুরহাট পৌরসভা থেকে প্রতিটি ট্রেড লাইসেন্স ৩ হাজার টাকায় নেয়ার পরও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের কাছ থেকে ভর্তি ফিস বাবত ৩০০ টাকা এবং মাসিক চার্জ বাবদ ৩০০ টাকা হারে আদায় করা হয়। এসব আদায়কৃত টাকার কোন হিসেব নেই। এছাড়াও প্রস্তাবিত ওই সমিতির বাইরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা হাজার হাজার অটোরিকশা চালকের কাছ থেকে চাঁদা আদায় ও হয়রানি করার অভিযোগ রয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউল হক মীর বলেন, ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। অটোরিকশা চালকদের প্রতিনিধিদের অভিযোগ শুনেছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটোরিকশা

২৩ জানুয়ারি, ২০২২
৩ জানুয়ারি, ২০২২
২০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ