প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নুতন একটি গান করেছেন সঙ্গীতশিল্পী ঐশী। গানটির শিরোনাম ‘মানব গাড়ি’। ফোক ঘরানার গানটি লিখেছেন আহমেদ রব্বানী, সুরও করেছেন তিনি। গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। এরইমধ্যে গানটির রেকর্ডিং-এর কাজ শেষ করেছেন তিনি। গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘মানব গাড়ি গানটি যখন আমাকে সুমন কল্যাণ দাদা পাঠান, তখনই মনে হয়েছে গানটি শ্রোতা দর্শকেরা আগ্রহ নিয়ে শুনবেন। আহমেদ রব্বানী ভাইও বেশ চমৎকার লিখেছেন গানটি। গানটির অর্থ খুব গভীর। গানটি নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কারণ সবকিছু মিলিয়ে চমৎকার একটি গান হয়েছে।’ আহমেদ রব্বানী বলেন, ‘গানটি ঐশীর জন্যই লিখেছি। তার কথা মাথায় রেখে সেভাবেই সুর করেছি। তার কন্ঠে গানটি শুনে আমি ভীষণ মুগ্ধ। আমার বিশ^াস, শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে। এদিকে নতুন কিছু সিনেমায় গান গেয়েছেন ঐশী। ‘মুক্তি’ নামে একটি সিনেমায় নোয়াখালীর ভাষায় টাইটেল সং গেয়েছেন। এছাড়া আবুল কালাম আজাদের একটি সিনেমায় গান গেয়েছেন। নতুন আরো দুটি সিনেমার গানে কন্ঠ দেয়ার বিষয়ে কথা চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।