Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

শান্ত সিলেটে খুনি প্রদীপের প্রেতাত্মাদের স্থান হবেনা বলে মানববন্ধনে হুঁশিয়ারী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৩ অক্টোবর, ২০২০, ২:৪৩ পিএম

সিলেটে পুলিশী নির্যাতনে যুবক নিহত ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে প্রিন্সিপাল হাবীবুর রহমান (রহ.) প্রজন্ম সংগঠন। বেলা সাড়ে ১২ টায় এ কর্মসূচী পালন করা হয় নগরীর জেলা পরিষদ কার্যালয় সম্মুখে। এসময় সংগঠনের আহব্বায়ক জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামীউর রহমান মুসা বলেন, হযরত শাহজালাল ও শাহপরানসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত শান্তি সম্প্রতির শহর সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা বরদাশত করা হবেনা, সিলেটে খুনি প্রদীপের প্রেতাত্মাদের স্থান হবেনা বলে হুশিয়ারী জানান তিনি। এছাড়া ম্ওালানা মুসা বলেন, জনগণের নিরাপত্তায় যারা নিয়োজিত তাদের হাতে জনগণের জান মালের নিরাপত্তা নেই,ঘুষ ও প্রতারণায় কে বানিজ্য করে এক শ্রেণির বিপদগামী পুলিশ যেমন আইন শৃংখলার বিঘœ ঘটাচ্ছে, সেই সাথে পুলিশের সুনাম ক্ষুন্ন করে আসছে, এইসব বিপদগামী পুলিশ সিলেটের পরিবেশের সাথে বেমানান, সিলেট তার ইতিহাসে কখনো কোন অপরাধীদের প্রশ্রয় দেয় নাই, এবার ও দিবেনা, সিলেটের মানুষ আন্দোলনের ভাষা বুঝে,আর সিলেটের আন্দোলনের ভাষা সারা দেশের মানুষও বুঝে, প্রশাসন যদি রায়হান হত্যায় জড়িতদের শাস্তি নিয়ে যদি কোন টালবাহানা করে তাহলে সিলেটবাসী বৃহৎ আন্দোলন ডাক দিবে।

মাওলানা ফাহাদ আমানের পরিচালনা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন জামেয়া মাদানিয়া প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ শামীম আহমদ,প্রজন্মের সদস্য সচিব ও জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা তাজুল ইসলাম হাসান, জামেয়া তালিমুল কোরানের প্রিন্সিপাল মাওলানা ইমদাদুল হক নোমানী,জামেয়া মাদানিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মুশফিকুর রহমান মামুন,হাফিজ আব্দুল কাইয়ুম,মাওলানা হাফিজ ফয়জুল ইসলাম, মাওলানা বেলাল আহমদ চৌধুরী,মাওলানা আমিন আহমদ রাজু,সুফিয়ান বিন এনাম,ইকরামুল হক জুনেদ,তানজিল আহমদ,হাফিজ কয়েস আহমদ,আব্বাস উদ্দিন জালালি প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মানববন্ধন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ