মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কৃষ্ণা ভিন্ন রাষ্ট্রের এক প্রেসিডেন্টের রোগমুক্তি কামনায় নিজের জীবন শেষ করে দিলেন এক ভারতীয় নাগরিক। কয়েক ধরে না খেয়ে তিনি মৃত্যুবরণ করেন। সেই ভক্ত ডোনাল্ড ট্রাম্পকে ইশ্বরও মানেন।
জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণের খবরে ভেঙে পড়েছিলেন ভারতের তেলাঙ্গানা রাজ্যের বুশা কৃষ্ণা (৩৩)। তার রোগমুক্তির জন্য তিনি চারদিন ধরে উপোস যাচ্ছিলেন এবং প্রার্থনা করছিলেন। সেই বুশা কৃষ্ণা অবশেষে রোববার পরিবারের এক সদস্যের বাসায় চা পান করার সময় হার্ট এটাকে মারা গেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন দ্য হিল।
এতে বলা হয়, অসুস্থ হয়ে পড়ার পর তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার এক কাজিন বলেছেন, ট্রাম্পের করোনা সংক্রমণের খবরে বুশা কৃষ্ণা প্রচণ্ড হতাশায় ডুবে যান। তিনি ঠিকমতো খাবার খাচ্ছিলেন না।
এক পর্যায়ে চা পান করার সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেয়ার পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। তার মৃত্যুর কারণ ছিল হার্ট এটাক।
উল্লেখ্য, গত ১লা অক্টোবর করোনা ভাইরাস শনাক্ত হয় ট্রাম্পের। ২রা অক্টোবর তিনি নিজে এ ঘোষণা দেন। তাকে ভর্তি করা হয় ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে। গত শনিবার হোয়াইট হাউজ থেকে একটি মেমো প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার মতো ঝুঁকিতে নেই প্রেসিডেন্ট ট্রাম্প। তবে এতে উল্লেখ করা হয়নি যে, পরীক্ষায় তার করোনা ভাইরাস সংক্রমণের রিপোর্ট নেগেটিভ এসেছে কিনা।
এ বছরের শুরুর দিকে বার্তা সংস্থা রয়টার্স রিপোর্ট করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে একবার স্বপ্নে দেখেন বুশা কৃষ্ণা। তারপর থেকে তিনি তাকে অনুসরণ করতে শুরু করেন এবং ট্রাম্পকে ‘তার ঈশ্বর’ হিসেবে উপাসনা করতে থাকেন। ট্রাম্পের সম্মানে তিনি স্থাপন করেছেন ৬ ফুট উঁচু একটি ভাস্কর্য্য। এখানেই থেমে থাকেননি বুশা কৃষ্ণা। তিনি নিজের বাড়িকে ‘ট্রাম্প টেম্পল’ নাম দিয়েছেন- এমন রিপোর্ট করেছে দ্য ইন্ডিপেন্ডেন্ট। টাইমস অব ইন্ডিয়ার মতে, এ বছর ট্রাম্পের জন্মদিন পালন করেছেন বুশা কৃষ্ণা। এ সময় তিনি ‘ট্রাম্প টেম্পল’কে ডেকোরেশন করেছিলেন।
ফেব্রুয়ারিতে ট্রাম্প যখন ভারত সফর করেন তখন তার সঙ্গে সাক্ষাত করার আশা ছিল তার। ওই সময় কৃষ্ণা বলেছিলেন, আমার ঈশ্বর ভারতে এসেছেন। এ জন্য আমি নিজেকে গর্বিত মনে করছি। আমি ট্রাম্পকে একজন ঈশ্বর হিসেবে উপাসনা করি। বিশ্বাস করি, তার সঙ্গে সহসাই আমার সাক্ষাত হবে। সন্ত্রাসের বিরুদ্ধে বড় রকম লড়াইয়ে ভূমিকা রেখেছেন ট্রাম্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।