মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মানুষের মধ্যে ক্ষুদ্র আকারে বিবর্তন শুরু হয়েছে। ইদানীং জন্ম নেওয়া শিশুদের আক্কেল দাঁত উঠছে না। এছাড়া অনেক মানুষের হাতেই অতিরিক্ত ধমনী পাওয়া যাচ্ছে, যা একসময় বিরল ছিল। নতুন এক গবেষণায় অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, স্বল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। অ্যাডিলেডের ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির ড. তেঘান লুকাস জানান, খাদ্যঅভ্যাসে পরিবর্তনের কারণে মানুষের চেহারের আকৃতিও ছোট হওয়া শুরু করেছে। ছোট চোয়ালের মানে হচ্ছে দাঁতের জন্য মাড়িতে স্থানের অভাব। তিনি বলেন, ‘এটা এমন সময় ঘটছে যখন আমরা আগুনের ব্যবহার শিখেছি এবং আরও বেশি খাদ্য প্রক্রিয়াজাত করছি। অনেক মানুষের জন্মের পর আক্কেল দাঁত উঠছে না।’ গবেষক দল আরও জানিয়েছেন, ছোট মুখ ছাড়াও জন্মের সময় হাত ও পায়ে অতিরিক্ত হাড় নিয়ে জন্ম নেওয়া মানুষের সংখ্যা বাড়ছে কিংবা তাদের পায়ের পাতায় দুই বা ততোধিক হাড়ের মধ্যে অস্বাভাবিক সংযোগ দেখা যাচ্ছে। ড. লুকাসের সঙ্গে ম্যাসিয়েজ হেনবার্গ ও জালিয়া কুমারাতিলকে পরিচালিত যৌথ গবেষণায় বলা হয়েছে, ১৯ শতকের শেষ থেকে মানুষের মধ্যম শিরার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটছে। ড. লুকাস বলেন, ১৮ শতক থেকে অঙ্গব্যবচ্ছেদ বিশেষজ্ঞরা প্রাপ্তবয়স্কদের মধ্যে এই শিরার প্রসারণ নিয়ে গবেষণা করছেন এবং আমাদের গবেষণায় দেখা গেছে এটি সত্যিকারার্থে প্রসারিত হচ্ছে।’ দ্য ইন্ডিপেনডেন্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।