বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ শিক্ষা অন্তর্ভূক্ত করে মুসলিম ছাত্র-ছাত্রীদের ঈমানহারা করা হচ্ছে। ২০১৩ সাল থেকে নবম-দশম শ্রেণি থেকে ধারাবাহিকভাবে মাস্টার্স শ্রেণি পর্যন্ত বিবর্তন বিষয়কে সিলেবাসে অন্তর্ভূক্ত করা হয়েছে। এই বিবর্তনবাদ শিক্ষার প্রতিপাদ্য বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার ধারণা থেকে মানুষকে বের করে দেয়া। মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে ঈমান-আক্বিদাবিরোধী বিবর্তন শিক্ষা দেয়া সংবিধান বিরোধী। অনতিবিলম্বে পাঠ্যবই থেকে ইসলামী আক্বিদা-বিশ্বাস এবং সংবিধান বিরোধী বিবর্তনবাদ শিক্ষা বাতিল করতে হবে। পাঠ্যবইয়ে বিতর্কিত বিবর্তনবাদ শিক্ষা অন্তর্ভূক্তির সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী লিখিত বক্তব্যে একথা বলেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসূফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি জাকির হোছাইন কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা আব্দুল গাফফর প্রমুখ।
সংবাদ সম্মেলনে বলা হয়, সংবিধানে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীণতার নিশ্চয়তা দেয়া হয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের মুসলিম ছাত্র-ছাত্রীদেরকে তাদের ধর্মীয় আক্বিদার সম্পূর্ণ বিরোধী ডারউইনের বিবর্তনবাদ শিক্ষা দেয়া সংবিধানে ধর্মীয় অধিকার রক্ষার বিধানের গুরুতর লঙ্ঘন। ইসলাম বিদ্বেষী চক্র শিক্ষার আধুনিকায়নের নামে একটি বাতিল বিষয়বস্তু পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করে পাঠককে আল্লাহর অস্তিত্ব, পরকাল ও ধর্মের প্রতি অবিশ্বাসী করে তুলছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, পাঠ্যবইয়ে ৯২% ছাত্র-ছাত্রীকে তাদের ধর্মীয় বিশ্বাসবিরোধী বিষয় পড়তে শিক্ষা বোর্ড কী করে বাধ্য করার সুযোগ পেলো তা খতিয়ে দেখতে হবে। বিবর্তনবাদ শিক্ষার কারণে অগোচরেই সাধারণ শিক্ষিতদের মধ্যে বিশাল নাস্তিক্যবাদি চিন্তার জনগোষ্ঠী তৈরি হয়ে যাবে। ইসলামী ধর্মবিশ্বাস মতে বিবর্তনবাদের পাঠ কুফরি শিক্ষা। দেশের জাতীয় শিক্ষায় এই কুফরি শিক্ষার সন্নিবেশ ঘটিয়ে পুরো জাতিকে নাস্তিক্যবাদি ধ্যান-ধারণায় গড়ে তোলার সর্বনাশা উদ্যোগ নেয়া হয়েছে। অবিলম্বে এই কুফরি শিক্ষা পাঠ্যবই থেকে প্রত্যাহার করতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।